ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

কলেজ বার্ষিকী 'শীলন' এর প্রকাশনা উৎসব

ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। তিতাসের অমিয় ধারায় স্নাত, শিক্ষা, সাহিত্য- সংস্কৃতির রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজটি। প্রতি বছরের  ন্যায় এবারও কলেজের উদ্যোগে বার্ষিক সাময়িকী 'শীলন' প্রকাশিত হয়েছে। মঙ্গলবার ৩ অক্টোবর বেলা ১২ টায় কলেজের বার্ষিক ম্যাগাজিন 'শীলন' প্রকাশ করা হয়েছে।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খান রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোহাম্মদ হামজা মাহমুদ উপাধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন সম্পাদক শিক্ষক পরিষদ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শীলন সম্পাদনা পরিষদ এর আহবায়ক প্রফেসর মোঃ খালেদ হোসেন খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, প্রফেসর দিলারা আক্তার খান, জনাব নূর মোহাম্মদ, জনাব মির্জা গালিব রুমি, জনাব ফারজানা তাসমিন,জনাব মোঃ আবুল খায়ের ভূঞা, জনাব মোহাম্মদ জহির উদ্দিন, জনাব মোঃ বন্দে আলী, জনাব তাসমিয়া সুলতানা, জনাব মোঃ রমজান আলী, জনাব রাখাল গোপ,জনাব মাহমুদুর রহমান ভূঞা, জনাব মোঃ নাছির উদ্দিন, জনাব মোহাম্মদ শরিফুল ইসলাম, জনাব আব্দুর রহমান মোল্লা, জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, জনাব মোঃ আনারুল ইসলাম, জনাব মোহাম্মদ কামাল হোসেন, জনাব মোঃ আল আমিন, জনাব জান্নাতুল ফেরদৌস, জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জনাব মোঃ মাহমুদুল হক,জনাব মোঃ জমির উদ্দিন, জনাব, সত্যরঞ্জন রায়,জনাব কাজী রাহিনুল ইসলাম, জনাব মোহাম্মদ শামসুজ্জামান, জনাব মোঃ আলা উদ্দিন প্রমুখ।


শিক্ষা, সাহিত্য -সংস্কৃতি ইত্যাদির প্রতি শিক্ষক শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং সাহিত্য চর্চা চালু রাখার জন্য প্রত্যেক বছর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ ম্যাগাজিন প্রকাশ করে আসছে।

ads

Our Facebook Page